ড. বদিউল আলম মজুমদার
ড. বদিউল আলম মজুমদার বলেছেন, চেক এন্ড ব্যালেন্স নিশ্চিত করতে উচ্চকক্ষের সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনার মত দানব হয়ে উঠা ঠেকাতে প্রতিষেধক হিসেবে উচ্চকক্ষ কাজ করবে। দেশে অনেক নিবর্তনমূলক আইন হয়েছে যেগুলো উচ্চকক্ষ থাকলে কিছুটা মডারেটর হবে।
বদিউল আলম মজুমদার
৪৬ হাজার মানুষদের মতামত নিয়ে জরিপ করা হয়েছে। এতে বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেন। পুরোনো ব্যবস্থা টিকিয়ে রাখতেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি।
ড. বদিউল আলম মজুমদার
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি ‘নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। তবে আমরা মনে করি, দুটোই হওয়া দরকার।
বদিউল আলম মজুমদার
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, যেভাবে গণঅভ্যুত্থান সফল হয়েছে, সেভাবেই জনগণের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়িত হবে।